EIIN : 105057; College Code : 4347

উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ

North Satkania Zafar Ahmed Chowdhury College

"শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ"

Image

President Message

 সভাপতির বাণী 


বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাফর আহমদ চৌধুরীর প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গন উত্তর সাতকানিয়া জাফর আহম্মদ চৌধুরী কলেজ দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা প্রসারে এক অগ্রণী ভূমিকা পালন করছে। এই কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, রাষ্ট্রীয় ও জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ আমাকে করেছে বিমোহিত।


স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ। কিন্তু মানব সন্তান হলেই শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না। শ্রেষ্ঠ মানুষ হতে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হয়। অন্যায়, অনাচার ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে স্বীয় দায়িত্ব পালন করতে হয় । শিক্ষার্থী হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে পাঠ্যসূচিভুক্ত পাঠ্যক্রম শিক্ষার সাথে সাথে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। তাই ভবিষ্যৎ জীবনের লক্ষ্য অর্জনের জন্য কলেজ শিক্ষার শুরুতে লেখাপড়ার ব্যাপারে তোমার একটি সঠিক পরিকল্পনা প্রয়োজন। শিক্ষাপঞ্জি এক্ষেত্রে তোমাকে গুরুত্বপূর্ণ পথ নিদের্শনা দিবে।


জনাব আলহ্বাজ রাজীব জাফর চৌধুরী

সভাপতি, এডহক কমিটি