EIIN : 105057
College Code : 4347 Rasulabad, PO: - Dohazari,, Satkania, Chattogram; 01309-105057
উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ North Satkania Zafar Ahmed Chowdhury College Rasulabad, PO: - Dohazari,, Dohazari, Satkania, Chattogram
01309-105057; satkaniazaccollege@gmail.com
Principal Massage

    অধ্যক্ষের বাণী 


    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাঙ্গু-বিধৌত রসুলাবাদ গ্রামে সবুজ বেষ্টনী আবৃত মনোরম পরিবেশে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ এর অবস্থান। এই কলেজটি বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জাফর আহমদ চৌধুরীর একক অর্থায়নে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ক্রমবর্ধমান শিক্ষার্থী ও সচেতন অভিভাবক মহলের সময়োপযোগী আবেদনের প্রেক্ষিতে ১৯৯৩ সালে কলেজটি স্নাতক স্তরে উন্নীত হয় এই ধারাবাহিকতায় বর্তমানে উচ্চ শিক্ষা অর্জনের জন্য হিসাববিজ্ঞান, সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে। এই কলেজের রয়েছে সমৃদ্ধ বিজ্ঞানাগার এবং সুবিশাল মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “শেখ রাসেল ডিজিটাল ল্যাব”।


    সুযোগ্য পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টায় সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য রয়েছে একঝাঁক সুযোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাপঞ্জি প্রকাশের ব্যবস্থা করেছে, যাতে শিক্ষার্থীরা শিক্ষাপঞ্জি অনুসরণ করে সঠিক ব্যবস্থাপনায় শিক্ষাজীবন পরিচালনা করতে পারে এবং আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে তথ্য প্রযুক্তিতে দক্ষ, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভবিষ্যতে ডিজিটাল সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে ।


    জনাব অজিত কান্তি দাশ, অধ্যক্ষ  (ভারপ্রাপ্ত)